ব্যক্তি-পরিবার-সমাজ-দেশ-জাতি ও পৃথিবীর সর্বাঙ্গীণ কল্যাণ এবং উন্নতির জন্য সর্বোচ্চ শিল্পকর্ম হলো শিক্ষা। শিক্ষা ও সৃজনশীলতার সর্বাধুনিক সংজ্ঞা হচ্ছে ইতিবাচক পরিবর্তন। এই লক্ষ্য, উদ্দেশ্য ও দর্শনকে সামনে রেখে নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজ-এর যাত্রা শুরু করেছি।
নরসিংদী তথা দেশবাসী অবগত আছেন যে, ২০০৬ সালে একটি ভাড়া বাড়িতে শূন্য থেকে যাত্রা শুরু করেছিলাম আবদুল কাদির মোল্লা সিটি কলেজ নিয়ে। একযুগের মধ্যে এই কলেজের আকাশচুম্বী সফলতা এখন জনশ্রুতি। এই সফলতার জন্য শিক্ষক-শিক্ষার্থী ও নরসিংদীবাসীর অকৃপণ সহযোগিতা পেয়েছি। এজন্য সকলের প্রতি অশেষ ও অফুরন্ত কৃতজ্ঞতা।
পুনশ্চ, বর্তমান প্রেক্ষাপটে সংস্কার ও পরিবর্তনের লক্ষ্য নিয়ে নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজ এগিয়ে যাবে—এই প্রত্যাশা ব্যক্ত করছি।
সত্য, সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের দায়িত্ব নিয়েছি। যে শিক্ষায় মনুষ্যত্বের বিকাশ হয়, যে শিক্ষার ফলে দেহে ও মনে প্রসন্নতা জন্মে এবং আত্মা বলীয়ান হয়, সেই শিক্ষাদানের মাধ্যমে প্রতিজন শিক্ষার্থীকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সর্বদা লড়াই করবো।
নরসিংদীসহ পুরো দেশবাসীর সহযোগিতা ও দোয়া চাই।
সকলের জন্য অশেষ ও অফুরন্ত শুভকামনা।