Hostel

ছাত্রাবাস-
নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজ ছাত্রাবাস ঢাকা-সিলেট মহাসড়কের পূর্ব পাশে সাহেপ্রতাপ, নরসিংদীতে অবস্থিত। ১০০ জন ছাত্রের আবাসন ব্যবস্থা, ডাইনিং ও পড়ালেখার মনোরম পরিবেশ রয়েছে ছাত্রাবাসে। ছাত্রদের পড়ালেখাসহ সার্বিক তদারকির জন্য কলেজের শিক্ষকগণ হোস্টেলে অবস্থান করেন। ছুটির দিন ব্যতিত এখানে রয়েছে প্রতিদিন বিকালে কলেজ শিক্ষকদের দ্বারা পরিচালিত নিবিড় পরিচর্যার আয়োজন। রুটিন অনুযায়ী বিষয়ভিত্তিক পাঠদান করা হয় নিবিড় পরিচর্যায়। জেনারেটরসহ আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে এই ছাত্রাবাসে।

20200531_111529.jpg 137.81 KB
ছাত্রীনিবাস-
নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজ ছাত্রীনিবাস ঢাকা-সিলেট মহাসড়কের পশ্চিম পাশে সাহেপ্রতাপ, নরসিংদীতে অবস্থিত। ১০০ জন ছাত্রীর আবাসন ব্যবস্থা, ডাইনিং ও পড়ালেখার মনোরম পরিবেশ রয়েছে ছাত্রীনিবাসে। ছাত্রীদের পড়ালেখাসহ সার্বিক তদারকির জন্য কলেজের শিক্ষকগণ হোস্টেলে অবস্থান করেন। ছুটির দিন ব্যতিত এখানে রয়েছে প্রতিদিন বিকালে কলেজ শিক্ষকদের দ্বারা পরিচালিত নিবিড় পরিচর্যার আয়োজন। রুটিন অনুযায়ী বিষয়ভিত্তিক পাঠদান করা হয় নিবিড় পরিচর্যায়। জেনারেটরসহ আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে এই ছাত্রীনিবাসে।
FB_IMG_1735369986954.jpg 60.32 KB