Rules & Regulation

শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী 

 সকল ক্ষেত্রে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।
 প্রতিদিন ক্লাস শুরুর নির্ধারিত সময়ের ১৫ মিনিট পূর্বে কলেজ ক্যাম্পাসে অবস্থান করতে হবে।
 প্রতি মাসের ০১-০৫ তারিখের মধ্যে টিউশন ফি পরিশোধ করতে হবে। এর ব্যত্যয় হলে বিলম্ব ফি প্রদান করতে হবে।
 নির্ধারিত ইউনিফর্ম (কলেজ ড্রেস, আইডি কার্ড, স্কার্ফ, টাই এবং সু ইত্যাদি) পরিধান করে কলেজে প্রবেশ করতে হবে।
 কলেজ ক্যাম্পাসে কোন প্রকার ইলেকট্রনিক্স ব্যবহার করা যাবে না। যেমনÑ মোবাইল, স্মার্ট ওয়াচ, সিম কার্ড, মেমরি 
     কার্ড ইত্যাদি। ইলেকট্রনিক্স ডিভাইস দৃষ্টিগোচর হলে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
 পূর্বানুমতি ব্যতীত ক্লাসে অনুপস্থিত থাকলে অভিভাবকসহ অধ্যক্ষের নিকট যথাযথ কারণ লিখিতভাবে দাখিল করতে 
     হবে অন্যথায় অনুপস্থিতির নির্ধারিত দায় পরিশোধ করতে হবে।
 ক্লাসে অবস্থানকালীন কোন প্রকার হৈ-চৈ বা হট্টাগোল করা যাবে না।
 কলেজের ইউটিলিটি, আসবাবপত্র, বাগান, গাছ, ফুল নষ্ট করা যাবে না এবং দেয়ালে লিখন ও যত্রতত্র ময়লা ফেলা যাবে না।
 কলেজের নিয়ম-শৃঙ্খলা পরিপন্থি এবং শিষ্টাচার বহির্ভূত আচরণ করা যাবে না। যদি কোন শিক্ষার্থীর নিয়মশৃঙ্খলা 
    বহির্ভূত অথবা অপরাধমূলক কাজে সংশ্লিষ্টতা পাওয়া যায় তাহলে কর্তৃপক্ষ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং অপরাধ
    বিবেচনায় কলেজ থেকে ছাড়পত্র প্রদান করা হতে পারে।
 শ্রেণিকক্ষে অবস্থানকালীন একে অন্যের পড়ালেখার কোনরকম বিঘœ সৃষ্টি করতে পারবে না। কোন শিক্ষার্থীর পড়ালেখার মান 
    নিয়মিত খারাপ হতে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
 অপেক্ষাকৃত দুর্বল ও অমনোযোগী শিক্ষার্থীদের নিবিড় পরিচর্যা/রিকভারি ক্লাস/ডিটেনশন ক্লাসে অংশগ্রহণ করতে হবে।
 সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে নির্দিষ্ট সময়ে শিক্ষকগণের সাথে যোগাযোগ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে অংশগ্রহণ করতে হবে। এছাড়া 
   জাতীয় প্রোগ্রাম বা প্রতিযোগিতাসমূহে কলেজের নির্দেশনা অনুযায়ী অংশগ্রহণ করতে হবে।
 শিক্ষার্থীদের মধ্যে থেকে সেমিস্টার ও ফাইনাল পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী এবং আচার-আচরণ, নিয়ম 
    শৃঙ্খলা ও পড়ালেখার উপর ভিত্তি করে পুরস্কৃত করা হবে।
 পরীক্ষায় অকৃতকার্য হলে/অংশগ্রহণ করতে ব্যর্থ হলে সুবিধাপ্রাপ্ত শিক্ষার্থীদের সকল সুবিধা বাতিল হবে। এ ব্যাপারে 
    কোনরূপ আপত্তি করা যাবে না।
 কলেজে আসা-যাওয়ার পথে সর্বোচ্চ শালীনতা ও ভদ্রতা বজায় রেখে চলতে হবে।
 ভাষা, মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম প্রতিটি শিক্ষার্থীর মধ্যে জাগ্রত থাকতে হবে।