Achievement

২০১৯ সালে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা এক ঝাঁক শিক্ষক নিয়ে তরুণ প্রজন্মকে সৃজনশীল ও তথ্যপ্রযুক্তি নির্ভর সুনাগরিক হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় নিয়ে নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজ এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে এইচএসসি পরীক্ষায় একাধিকবার অংশগ্রহণ করে সন্তোষজনক ফলাফল অর্জন করেছে যা আমরা সকলে অবগত। একাডেমিক পাঠদানের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ।যেমন- ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলায় প্রজেক্ট উপস্থাপন এবং অংশগ্রহণের মাধ্যমে মেধাস্থান অর্জন করে। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেও অত্র কলেজের শিক্ষার্থীরা  কৃতিত্বের স্বাক্ষর রেখে চলছে। এই কলেজের শিক্ষার্থীরা এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে।